ভোট শুরুর ৫ ঘন্টা আগে নির্বাচন পিছানো হলো নাইজেরিয়ায়

ভোট শুরুর ৫ ঘন্টা আগে নির্বাচন পিছানো হলো নাইজেরিয়ায়

 

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন এক সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। শনিবার ভোট শুরু হওয়ার ঠিক ৫ ঘন্টা আগে এমন ঘোষণা দিয়েছে দেশটির ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেক্টোরাল কমিশন (আইএনইসি)। এর চেয়ারম্যান মাহমুদ ইয়াকুবু বলেছেন, নির্বাচন প্রক্রিয়া চালিয়ে নেয়ার মতো শিডিউল আর উপযুক্ত নয়।

একটি সুষ্ঠু ও অবাধ ভোট নিশ্চিত করতে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত প্রয়োজন। এই হিসাবে নির্বাচন আগামী ২৩ শে ফেব্রুয়ারি হবে। অন্যদিকে গভর্নরশিপ, স্টেট এসেম্বলি ও ফেডারেল এলাকায় কাউন্সিল নির্বাচন নতুন করে শিডিউল করা হয়েছে। রাজধানী আবুজায় আইএনইসির প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

নাইজেরিয়ায় দুটি প্রধান রাজনৈতিক দল হলো ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেস (এপিসি) এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (ডিডিপি)। নির্বাচন কমিশনের এমন ঘোষণার সঙ্গে সঙ্গে তারা এর নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দল দুটি একে অন্যের বিরুদ্ধে ভোটে কারসাজি চেষ্টার অভিযোগ এনেছে।

এমজে/