ইন্দোনেশিয়ার স্বর্ণখনিতে ভূমিধস, ৬০ জন চাপা পড়ার শঙ্কা

ইন্দোনেশিয়ার স্বর্ণখনিতে ভূমিধস, ৬০ জন চাপা পড়ার শঙ্কা

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি দ্বীপে একটি অবৈধ সোনার খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬০ জন চাপা পড়েছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সুলাওয়েসি দ্বীপের বোলাং মোনগোনডৌ এলাকার ওই অবৈধ সোনার খনিতে বিপুলসংখ্যক গর্ত সৃষ্টি হয়। এ সময় গর্তের চারপাশের মাটি ভেঙে ভূমিধসের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক মানুষ মাটির নিচে চাপা পড়ে।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার স্থানীয় কর্মকর্তা আবদুল মুইন পাপুতুঙ্গান এক বিবৃতিতে বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাটি ও পাথরের নিচে প্রায় ৬০ জনের মতো চাপা পড়ে আছেন।’

ইন্দোনেশিয়ায় প্রায়ই অবৈধভাবে বিভিন্ন খনিতে কার্যক্রম চলে, যাতে হাজার হাজার শ্রমিক জীবিকার তাগিদে গুরুতর আহত বা নিহত হওয়ার ঝুঁকি নিয়ে কাজ করেন।

পুলিশ ও উদ্ধার সংস্থার কর্মী, সামরিক ও ইন্দোনেশিয়ার রেড ক্রস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে দূরবর্তী প্রত্যন্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা তাঁদের জন্য কষ্টকর হয়ে পড়েছে বলে মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমজে/