ভারতকে পরমাণু শক্তিধর দেশ বলে মনে করেনি চীন

ভারতকে পরমাণু শক্তিধর দেশ বলে মনে করেনি চীন

চীন কোনো দিনই ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনে করেনি। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এমনটাই জানিয়েছেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বৈঠকের ব্যাপারে বলতে গিয়ে লু কাং একথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, উত্তর কোরিয়াকে তারা ভারত এবং পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনে করেন কি না। তার উত্তরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারত এবং পাকিস্তানকে তারা কোনোদিনই পরমাণু শক্তিধর দেশ হিসেবে মনেই করেননি এবং এ ব্যাপারে তাদের অবস্থান কখনওই বদলাবে না বলেও তিনি জানিয়ে দেন।

বিশ্বের ৪৮ সদস্যের নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ তথা এনএসজিতে অন্তর্ভুক্তির জন্য ভারত বেশ কয়েকবার আবেদন করলেও চীন তাতে বাধ সেধেছে।

চীনের মতে, পরমাণু শক্তিধর দেশ হিসেবে নিজেদের তুলে ধরতে হলে আগে ভারতকে নিউক্লিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি)-তে সাক্ষর করতে হবে। সেটা না করে ভারত বা পাকিস্তান নিজেদের পরমাণু শক্তিধর দেশ হিসেবে দাবি করতে পারবে না।

এমআই