সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত

রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আদালতে ওআইসি

রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আদালতে ওআইসি

মিয়ানমারে রোহিঙ্গাদের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ওপর চালানো নৃশংসতার সাথে জড়িতদের জবাবদিহিতা ও বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক আদালতের (আইসিজে) দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

সংযুক্ত আরব আমিরাতে রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ৫৭ জাতির ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে শেষে সর্বসম্মতভাবে এই প্রস্তাব গৃহীত হয়েছে। ওআইসির সিদ্ধান্তকে একটি বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ হিসাবে দেখছে বাংলাদেশ।

একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার ওআইসির সিদ্ধান্তটি হয়েছে। এ জন্য গাম্বিয়ার নেতৃত্বে ১০ সদস্যের মন্ত্রী পর্যায়ের কমিটি করা হয়েছিল। গত ১০ ফেব্রুয়ারি গাম্বিয়াতে অনুষ্ঠিত বৈঠকে গণহত্যা সনদ, মানবাধিকার ও মানবিক আইনের নীতির আওতায় রোহিঙ্গাদের আইনি অধিকার প্রতিষ্ঠায় আইসিজেতে যাওয়ার সুপারিশ করা হয়।