মারা গেছে সেই শামিমার নবজাতকটি

মারা গেছে সেই শামিমার নবজাতকটি

লন্ডন থেকে আইএসের হয়ে লড়াই করতে সিরিয়ায় পারি জমানো বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরী শামিমা বেগমের নবজাতকটি মারা গেছে।

শুক্রবার মার্কিন সমর্থিত সিরীয় গণতান্ত্রিক বাহিনীর (এসডিএফ) এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।

এর আগে শামিমার প্রথম দুটি সন্তানও মারা গেছে। সিরিয়ার একটি ক্যাম্পে তার খোঁজ পাওয়ার পর নিরাপত্তার অজুহাতে গতমাসে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করেছে।

১৫ বছর বয়সে আইএসের হয়ে লড়াই করতে যাওয়া শামিমার বয়স এখন ১৯। তবে সপ্তাহ তিনেক আগে জন্ম নেয়া তৃতীয় শিশুটিকে নিয়ে তিনি ইউরোপে ফিরতে চেয়েছিলেন।

এসডিএফ মুখপাত্র মুস্তফা বালি বলেন, নবজাতকটি মারা গেছে। শামিমা শিশুটির নাম দিয়েছিল জারাহ।

নেদারল্যান্ডসের আইএস যোদ্ধা ইয়াগো রেইডিজককে বিয়ে করেছিলেন শামিমা। আইএসের পরাজয়ে সিরীয় যোদ্ধাদের কাছে আত্মসমর্পণের পর উত্তর সিরিয়ায় একটি কুর্দিশ যোদ্ধাদের আটক কেন্দ্রে রয়েছেন তিনি।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, যেকোনো শিশুর মৃত্যু মর্মান্তিক। এই ঘটনা তার পরিবারের জন্য সত্যিই বেদনাদায়ক।

২০১১ সালের এপ্রিলে সিরিয়ায় সফর না করতে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস নির্দেশনা জারি করেন।


এমজে/