নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা

বিশ্বব্যাপি ক্ষোভ ও নিন্দার ঝড়

বিশ্বব্যাপি ক্ষোভ ও নিন্দার ঝড়

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও রাষ্ট্রপ্রধানরা।

প্রধানমন্ত্রী টেরিজা মে এ হামলাকে ‘নৃশংসতার অসুস্থ চর্চা’ বলে বর্ণনা করেছেন। তিনি হতাহতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একে বর্ণবাদী ও মৌলবাদী হামলা বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্টের বিশেষ মুখপাত্র ইব্রাহিম কালিন টুইটারে লিখেছেন, ‌‘এই হামলা প্রমাণ করে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও ইসলামের বিরুদ্ধে শত্রুতা কোথায় গিয়ে ঠেকেছে। এর আগেও আমরা দেখেছি ইসলামভীতি কেমন বিকৃত ও খুনে মানসিকতার জন্ম দেয়। এ ধরনের মানসিকতার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলা উচিত। ইসলামবিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসবাদ ঠেকাতে আমাদের সবার এগিয়ে আসা উচিত।’

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, ‘গুলিবর্ষণের ঘটনায় ইন্দোনেশিয়া তীব্র নিন্দা জানাচ্ছে। বিশেষ করে ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন জুমার নামাজ আদায় করছিলেন সবাই।’

টুইটারে শোক বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

মালয়েশিয়া জানায়, হামলায় তাদের দুজন নাগরিক আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ফিজির বাসিন্দা বলেও ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের সবচেয়ে বড় দলের নেতা আনোয়ার ইব্রাহিম ঘটনাটিকে বিশ্বশান্তি ও মানবতার ওপর এক কালো ছায়া হিসেবে অভিহিত করেছেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, বর্বর এই হামলার কথা জানতে পেরে আমি বেদনাহত, যে ঘটনা মানবিক মূল্যবোধের বিরোধী ও সাধারণ মানুষের প্রাণ নিয়েছে। নিউজিল্যান্ডের মানুষ ও আক্রান্ত পরিবারের প্রতি আমার সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।

হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তান জানিয়েছে, তাদের তিন নাগরিক এতে আহত হয়েছে।

এছাড়া বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ফিজি নিন্দা ও শোক জানিয়েছে।

এমআই