কঙ্গোতে নৌকা ডুবে নিহত ১৩, নিখোঁজ ১৫০

কঙ্গোতে নৌকা ডুবে নিহত ১৩, নিখোঁজ ১৫০

কঙ্গোর পূর্বাঞ্চলের একটি লেকে নৌকা ডুবিতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। তবে নিহতের এ সংখ্যা আরো অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দূর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১৫০ জন। দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ খবর নিশ্চিত করে শিসেকেদি একটি টুইট করেন। যে লেকে এ দূর্ঘটনা ঘটেছে সেটি উত্তর কিভু প্রদেশে। এখন পর্যন্ত ৩৩ জনকে উদ্ধার করা গেছে। ইতিমধ্যে দেশটির সরকার এ ঘটনার সঙ্গে জরিতদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। দোষীদের বিরুদ্ধে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট শিসেকেদি।

উল্লেখ্য, কঙ্গোতে প্রায়ই মর্মান্তিক নৌদূর্ঘটনা ঘটে থাকে। দেশটির যোগাযোগ ব্যবস্থা অনেকটাই নৌকা নির্ভর। রাস্তা ঘাট একেবারেই কম থাকায় সব ধরণের কাজকর্ম নৌপথেই করা হয়।

এমআই