‘হার আতঙ্কে’ প্রলাপ বকছেন মোদি: মমতা

‘হার আতঙ্কে’ প্রলাপ বকছেন মোদি: মমতা

ভারতের লোকসভা নির্বাচনের প্রচারাভিযান যেন শব্দযুদ্ধে পরিণত হয়েছে। কথার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন একটু বেশিই বাগযুদ্ধে জড়িয়ে পড়েন।

শনিবার আবারো তারা একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন। মোদির এক নির্বাচনী বক্তৃতার পরিপ্রেক্ষিতে মমতা বলেছেন, হারের আতঙ্কে প্রলাপ বকছেন মোদি। খবর আনন্দবাজারের।

নদিয়ার পানিঘাটায় শনিবার মমতার প্রথম নির্বাচনী জনসভা ছিল। সেখানেই মোদির বুনিয়াদপুরের বক্তব্যের জবাব দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। উনি হার আতঙ্কে ভুগছেন। আর রোজ ভুলভাল বকছেন।’

লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে মমতা আর ক্ষমতায় থাকবেন না বলে মোদি যে হুঙ্কার দিয়েছেন, তাকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, ‘এটি বাংলার নির্বাচন নয়; দিল্লির নির্বাচন।

নিজে কী করেছ, তা বলছ না। পাঁচ বছর ঘুরে বেড়িয়েছ। আগে পাঁচ বছরের হিসাব দাও। তার পর ভোট দেব।’

রাজ্য নিয়ে মমতা তার আত্মবিশ্বাস আছে জানিয়ে বলেন, ‘এখানে এলে মোদিকে সরপুরিয়া দেব। কাঁচাগোল্লা দেব। মিহিদানা দেব। আমরা অতিথি এলে খাওয়াই। কিন্তু ভোট দেব না। আপনারাও ভোট দেবেন না।’

এমআই