যুক্তরাষ্ট্রে সিনাগগে হামলায় নিহত ১

যুক্তরাষ্ট্রে সিনাগগে হামলায় নিহত ১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানদিয়েগো শহরের স্থানীয় সময় রবিবার একটি সিনাগগে ইহুদিদের উপাসনালয় এক বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। হামলায় জড়িত সন্দেহে পুলিশ ১৯ বছর বয়সী এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে। খবর বিবিসি ও সিএনএনের।

শ্রীলংকায় গির্জায় ও হোটেলে সিরিজ বোমা হামলার রেশ কাটতে না কাটতে এবার যুক্তরাষ্ট্রে হামলা করা হলো।

শহরটির পুলিশপ্রধান ডেভিন নিসলিত বলেন, সিনাগগেটিতে পাসওভার অনুষ্ঠান চলাকালে ওই হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশের ধারণা, ঘৃণাচর্চা থেকে এ হামলা হয়ে থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, গত রবিবার শ্রীলংকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ২৫৩ জন নিহত হন।

রাজধানী শহর কলম্বো, অদূরের নেগম্বো ও পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার সেই হামলায় আহত হয়ে অন্তত ৫০০ মানুষ আহত হয়েছেন।

এমজে/