ভেনিজুয়েলায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ভেনিজুয়েলায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের কাছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহী নিহত হয়েছেন।

শনিবার কারাকাস থেকে মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোহেদেসে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান ও রয়টার্স।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মেঘলা আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে দুজন লেফটেন্যান্ট কর্নেল ও পাঁচজন জুনিয়র র‌্যাংকের কর্মকর্তা বলে গণমাধ্যমের খবরগুলোতে জানানো হয়েছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইটবার্তায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে মাদুরো শনিবার সেনাবাহিনীর ধারাবাহিক মহড়া প্রত্যক্ষ করার জন্য কোহেদেসে অবস্থান করছিলেন। সেখানে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় ভেনিজুয়েলার সামরিক বাহিনী সবসময় প্রস্তুত আছে।

বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

এমজে/