লিবিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ২৭

লিবিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ২৭

ত্রিপোলী, ২৪ জানুয়ারি (জাস্ট নিউজ) : লিবিয়ার বেনগাজিতে একটি মসজিদের পাশে জোড়া গাড়ি বোমা হামলায় ২৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে কয়েক মিনিটের ব্যবধানে ঘটা এসব বিস্ফোরণে আরো ২০-৩০ জন আহত হয়েছে। খবর বিবিসির।

খবরে বলা হয়, প্রথম হামলাটি বেনগাজির কেন্দ্রীয় আল স্লেইমানি নেইবারহুডের একটি মসজিদের সামনে চালানো হয়। সে সময় রাতের নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছিলেন। পরের গাড়ি বোমা হামলাটি চালানো হয় সড়কের বিপরীত পাশে।

স্থানীয় আল জালা হাসপাতালের মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হতাহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক লোকজন রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে এখন পর্যন্ত কোন পক্ষ হামলার দায় স্বীকার করেনি। এর আগেও লিবিয়ায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে মাত্র ১৫ মিনিটের মধ্যে দুটি হামলার ঘটনা সচারচর দেখা যায়নি।

(জাস্ট নিউজ/ওটি/১০৩০ঘ.)