ধ্যান ভাঙলেন মোদি

ধ্যান ভাঙলেন মোদি

ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণের আগে শনিবার ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে আজ (রবিবার) সকালে মোদি ধ্যান ভাঙেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সকালে ধ্যান ভেঙে কেদারনাথ গুহা থেকে বেরিয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেন মোদি।

জানা যায়, দুই দিনের বিশেষ সফরে উত্তরখণ্ড আসেন মোদি। হিন্দুদের পবিত্রস্থান কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে সৃষ্টিকর্তার সান্নিধ্যে কাটানোর সংকল্প নেন। সেই মতে শনিবার কেদারের গুহায় ধ্যানে বসে পড়েন।

অন্যদিকে বিরোধী দল মোদির এ ধ্যান করাকে নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে অভিযোগ তুলেছে। ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ চলছে। আট রাজ্যের ৫৯ আসনে আজ রবিবার শেষ ধাপের ভোটযুদ্ধ।

পশ্চিমবঙ্গের ৯ আসন ছাড়াও ভোট হচ্ছে বিহারের ৮, ঝাড়খণ্ডের ৩, মধ্যপ্রদেশের ৮, পাঞ্জাবের ১৩, পশ্চিমবঙ্গের ৯, চন্ডিগড়ের ১, উত্তর প্রদেশের ১৩ এবং হিমাচল প্রদেশের ৪ আসনে। এসব আসনে প্রায় ১০ কোটি ভোটারের ভোটে ভাগ্য নির্ধারিত হবে ৯১২ প্রার্থীর।

এমআই