গুজরাটে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৯ শিক্ষার্থী নিহত (ভিডিও)

গুজরাটে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৯ শিক্ষার্থী নিহত (ভিডিও)

ভারতের গুজরাটের সুরাটে একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ শিক্ষার্থী নিহত হয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওতে আগুন থেকে পালিয়ে বাঁচতে ভবনের উপরের তলা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে ঝাঁপ দিতে দেখা গেছে।

কোচিং সেন্টারের অধিকাংশ শিক্ষার্থীদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে হবে।

স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় ছড়িয়েপড়া ওই আগুন বহুতল বাণিজ্যিক ভবনটির উপরের দুটি তলায় ছড়িয়ে পড়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, স্থানীয় কর্মকর্তারা তা বলতে পারেননি।

পুরো এলাকাটি আগুনের ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। উদ্ধারকর্মীদের সহায়তায় স্থানীয় লোকজনকে সহায়তার হাতবাড়াতেও দেখা গেছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি বলেছেন, সুরাটের এই অগ্নিকাণ্ডের ঘটনা খুবই মর্মান্তিক।

অগ্নিনির্বাপণ কর্মকর্তা দ্বীপক সাপথালি এএফপিকে বলেন, আগুন ও ঝাঁপ দেয়ার কারণে শিক্ষার্থীদের প্রাণহানি ঘটেছে।

এমজে/