ভারতে মদ খেয়ে ১২ জনের মৃত্যু

ভারতে মদ খেয়ে ১২ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে ভেজাল মদ খেয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উত্তরপ্রদেশ রাজ্যের বারবানকি জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। খবর জি নিউজ'র।

পুলিশ কর্মকর্তার রাজেশ কুমার বলেছেন, ভুক্তভোগীরা একটি রাষ্ট্র পরিচালিত দোকান থেকে মদ কিনে পান করেছিলেন। ওই ব্যক্তিরা মদ খাওয়ার পর বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তারা বমি করতে শুরু করে। কয়েকজন তাদের বাসায়ই মারা যায় এবং অপর কয়েকজনের হাসপাতালে মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকা ব্যক্তিদের অবস্থা এখন স্থিতিশীল। এদিকে এই মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য ১০ জন সরকারি কর্মকর্তা ও দুজন পুলিশকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে আসাম রাজ্যে দুটি পৃথক ঘটনায় ভেজাল মদ খেয়ে ১৫০ ব্যক্তির মৃত্যু হয়। আর অসুস্থ অবস্থায় হাসপাতালে প্রায় ২০০ মানুষকে ভর্তি করা হয়।

এমজে/