উ. কোরিয়ায় ৫ কর্মকর্তার মৃত্যুদণ্ডের সত্যতা খুঁজছে যুক্তরাষ্ট্র

উ. কোরিয়ায় ৫ কর্মকর্তার মৃত্যুদণ্ডের সত্যতা খুঁজছে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার ৫ শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করার খবরের সত্যতা যুক্তরাষ্ট্র খুঁজছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার দায়ে উত্তর কোরিয়ার ৫ শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করার খবর আসে। এতে টনক নড়ে যুক্তরাষ্ট্রের।

হ্যানয়ে ট্রাম্প-কিম সম্মেলন-পূর্ব প্রস্তুতিপর্বের দায়িত্বে থাকা উত্তর কোরিয়ার অন্যতম শীর্ষ প্রতিনিধি কিম হিয়ক চোলসহ ওই পাঁচ কর্মকর্তাকে মার্চে মিরিম বিমানবন্দরে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দক্ষিণ কোরীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

তবে এর আগেও পিয়ংইয়ং তাদের কর্মকর্তাদের মৃত্যুর খবর প্রকাশ করলেও পরে তাদের অনেককেই জীবিত অবস্থায় দেখেছে বলে দক্ষিণ কোরীয় গণমাধ্যম খবর প্রকাশ করে। সেজন্য এবারও ঐ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড নিয়ে সন্দেহ করছে সিউল ও যুক্তরাষ্ট্র।

এদিকে উত্তর কোরিয়া যে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার প্রমাণ মিলেছে আবারও।

শনিবার (১ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির নেতা কিম জং উনের কিছু স্থিরচিত্র প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় কিম দেশটির জাগাং প্রদেশের কারখানা পরিদর্শন করছেন।

বিশ্লেষকদের দাবি, এ কারখানাগুলোয় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র তৈরি করা হয়েছে। তবে কিম জং উন কবে এ কারখানা পরিদর্শনে গিয়েছিলেন তা বলা হয়নি কোথাও।

এমজে/