‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বাড়িতে ঢুকে নারীর শ্লীলতাহানি

‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বাড়িতে ঢুকে নারীর শ্লীলতাহানি

রাজনৈতিক স্লোগানের অংশ হিসেবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ‘জয় শ্রীরাম’কে বেছে নেওয়ার পর থেকেই এ স্লোগানকে ঘিরে নানা ঘটনা ঘটতে দেখা গেছে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে এ স্লোগান দেওয়ায় কয়েকজনকে আটকও করা হয়েছিল।

তবে এবার ঘটল অন্য ঘটনা। জয় শ্রীরাম স্লোগান দিয়ে এবার এক তৃণমূল নেতার বাড়িতে ঢুকে ভাঙচুর ও নারীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে ভারতের উত্তর ২৪ পরগনা রাজ্যে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে একদল বিজেপি সমর্থক। এ সময় ওই তৃণমূল নেতার স্ত্রীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেছে পরিবারের লোকজন।

এমনকি এ ঘটনার পর ওই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি ছাড়া পেয়ে আবার ওই বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। পরে এ ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তা অবরোধ করেন। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এমআই