কাবুলে কূটনৈতিক এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

কাবুলে কূটনৈতিক এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকা। সঙ্গে সঙ্গে আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। এমন ঘটনায় চারদিকে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার আকস্মিকতায় লোকজন এদিন ওদিক ছোটাছুটি করছে।

আজ সোমবার সকালে কর্মব্যস্ত সময় এ ঘটনা ঘটেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাবুলে যেখানে রয়টার্সের অফিস সেই ভবনটিও বিস্ফোরণের ফলে কেঁপে উঠেছে।

বিস্ফোরণের বিষয়ে নিশ্চিত করেছে কাবুল পুলিশ কর্মকর্তারা। তবে তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেন নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি বলেছেন, ঘন বসতিপূর্ণ এলাকায় ওই বিস্ফোরণ হয়েছে। ওই এলাকায় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত। ওদিকে টোলো নিউজ জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ওয়াহিদুল্লাহ মায়ারের টুইট উদ্ধৃত করে বলছে, এ বিস্ফোরণে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

এমজে/