তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরু এলাকায় সাত দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত দুই দশকের মধ্যে ওই অঞ্চলে এটাই সবচেয়ে তীব্র ভূমিকম্প।

গত বৃহস্পতিবারও একই অঞ্চলে ছয় দশমিক চার মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে সেখানকার বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়। আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়ে বলেন, পরে নতুন করে আরও ভূমিকম্প হতে পারে।

ওই ভূমিকম্পের পর স্থানীয় সময় শুক্রবার রাতে আবারও নতুন তীব্রতা ভূমিকম্প আঘাত হানে। লস এঞ্জেলস থেকে ২৪০ কিলোমিটার দূরে রিদজেক্রেস্ট এলাকায় প্রায় এক কিলোমিটার গভীরতায় ছিল নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

স্থানীয় জরুরি কর্মকর্তাদের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলস টাইমসের খবরে বলা হয়েছে, রিদজেক্রেস্ট এলাকায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

টেকটোনিক প্লেট একত্রিত হওয়ায় ক্যালিফোর্নিয়ায় ১২০০ কিলোমিটার বিস্তৃত স্যান আন্দ্রেস লাইনের অবস্থান। একারণে এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ।

এমআই