যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আঘাত হেনেছে হ্যারিকেন ব্যারি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আঘাত হেনেছে হ্যারিকেন ব্যারি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাতে শক্তিশালী ঘূর্ণিঝড় ব্যারি আঘাত হেনেছে। কর্মকর্তারা সম্ভাব্য প্রাণঘাতী বন্যা সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন।

রবিবার ঝড়টি ১১২ কিলোমিটার/ঘণ্টা গতিতে অগ্রসর হচ্ছে। তবে স্থলভাগে আসার পর থেকে এটি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। লুইজিয়ানায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে, লুইজিয়ানা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক দিনে ধরে মেক্সিকো উপসাগরে অবস্থান করা ঝড় ব্যারি আরও শক্তি সঞ্চয় করে হ্যারিকেনের রূপ নিয়ে ভূমিতে আছড়ে পড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণার কারণে স্থানীয় সরকার ঝড়ে জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে কেন্দ্র থেকে বড় ধরনের সহায়তা পাবে। এর আগে ২০০৫ সালে হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে নিউ অরলেন্স নগরী পানির নিচে তলিয়ে গিয়েছিল।

এমজে/