এফবিআই উপ পরিচালকের পদত্যাগ

এফবিআই উপ পরিচালকের পদত্যাগ

নিউইয়র্ক, ৩০ জানুয়ারি (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) উপ পরিচালক অ্যান্ড্রু ম্যাককেবে পদত্যাগ করেছেন।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার শিকার হয়ে সোমবার পদত্যাগ করেন তিনি। খবর বিবিসির

বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআইয়ের এই কর্মকর্তাকে ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সহায়তার অভিযোগের বিষয়টি নিয়ে এফবিআইয়ের তদন্তে যুক্ত ছিলেন ম্যাককেবে। ওই তদন্ত এখনো চলছে। বেশ কিছুদিন ধরেই ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির নেতাদের সমালোচনার লক্ষ্য ছিলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআইয়ের উপপ্রধানের পদে ম্যাককেবেকে আর চাইছেন না-এমন কথা প্রকাশ হওয়ার পর সপ্তাহখানেকের মধ্যেই ওই পদ ছেড়ে দিলেন তিনি। গত মে মাসে এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্ত করলে কিছুদিন সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন ম্যাককেবে। এরপর গত আগস্টে এফবিআইয়ের প্রধান করা হয় ক্রিস্টোফার রেকে।

(জাস্ট নিউজ/ওটি/১০২১ঘ.)