হংকংয়ে মুখোশ পরে বিক্ষোভকারীদের ওপর হামলা

হংকংয়ে মুখোশ পরে বিক্ষোভকারীদের ওপর হামলা

হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এরই মধ্যে রক্তাক্ত হংকংয়ের রাস্তা। মাঝরাতে হংকংয়ের ইউয়েন লং এলাকায় বিক্ষোভকারীদের উপরে চড়াও হয় এক দল মুখোশধারী। ব্যাট, ধাতব লাঠি নিয়ে বেধড়ক মারে প্রতিবাদীদের।

রবিবার সন্ধ্যার এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, তাদের ওপর হামলার সময় নীরব ভূমিকা পালন করেছে পুলিশ। হামলাকারীদের পরাহত করতে নেয়নি কোনো পদক্ষেপ।

এ ঘটনার পর থেকে প্রতিবাদে উত্তপ্ত স্বশাসিত এই অঞ্চল। ফেসবুক লাইভ করে অনেক বিক্ষোভকারীই গোটা হামলাটি সরাসরি দেখিয়েছেন।

তাতে দেখা গিয়েছে, সাদা শার্ট বা টি-শার্ট পরা ওই দলটা মুখ ঢেকে এসে প্রতিবাদীদের উপরে চড়াও হয়। বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে কয়েকটি গাড়িতে করে তারা পালায়। সব ক’টি গাড়িরই নম্বর প্লেট মূল চীন ভূখণ্ডের।

প্রসঙ্গত, রবিবার সরকার-বিরোধী বিক্ষোভে নামে হংকংয়ের হাজারো মানুষ। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে দাঙ্গা পুলিশ। পরে বিশৃঙ্খল পরিবেশের মধ্যে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় সাদা পোশাক পরিহিতরা।

এমজে/