সৌদি আরবে স্ত্রীর হাতে পিটুনি খায় ৪০ শতাংশ পুরুষ

সৌদি আরবে স্ত্রীর হাতে পিটুনি খায় ৪০ শতাংশ পুরুষ

কেবল পুরুষরাই নারীদের শারীরিকভাবে নির্যাতন করবেন আর নারীরা মুখ বুজে সহ্য করবেন বিষয়টি হয়তো এখন আর এমন নেই। পুরুষরাও এখন স্ত্রীদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন-তাও আবার এমনটি ঘটছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে রক্ষণশীল দেশ সৌদি আরবে! দেশটির ‘৪০ শতাংশ’ পুরুষই কিনা তাদের স্ত্রী দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হন।

শারজাহ্ পারিবারিক আদালতের এক বিচারকের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

সাম্প্রতিক সময়ের কিছু পরিসংখ্যানের কথা উল্লেখ করে ওই বিচারক জানান, সৌদি আরবের প্রতি ১০ জন পুরুষের মধ্যে চারজন এ ধরনের নির্যাতনের শিকার হন। ইতিমধ্যেই পুরুষেরা ‘নীরবতা ভেঙে’ আদালতের শরণাপন্ন হতে শুরু করেছেন।

তবে এ ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে সাধারণত উভয়পক্ষের উপস্থিতিতে আপসের মাধ্যমেই বেশিরভাগ সমাধান করা হয়ে থাকে বলেও জানান তিনি।

আদালত এমন বহু মামলার বিচার করছে যেখানে পুরুষেরা অভিযোগ রয়েছে, স্ত্রীরা তাদের চড়-থাপ্পড় থেকে শুরু করে কিল-ঘুষি এমনকি লাথি মারছেন। এছাড়াও কেবল শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও নির্যাতনের শিকার হচ্ছেন পুরুষেরা। বিশেষ করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বন্ধু কিংবা সহকর্মীদের সামনে গালাগাল করে স্বামীকে ছোট করার মতো ঘটনা নাকি হরহামেশাই ঘটছে।

এমআই