এবার ‘জয় শ্রীরাম’ স্লোগান না দেয়ায় গায়ে আগুন

এবার ‘জয় শ্রীরাম’ স্লোগান না দেয়ায় গায়ে আগুন

‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকৃতি জানানোর কারণে ভারতের বারানসিতে ১৫ বছর বয়সী একটি বালকের গায়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে তার শরীরের শতকরা ৬০ ভাগ অংশ পুড়ে গেছে। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা সঙ্কটাপন্ন।

ভারতের বার্তা সংস্থা আইএএনএস’কে উদ্ধৃত করে অনলাইন গালফ নিউজের খবরে বলা হয়েছে, রবিবার এ ঘটনা ঘটে বারানসির চান্দুলি জেলায়। সেখানে ওই বালককে অপহরণ করে জয় শ্রীরাম স্লোগান দিতে শক্তি প্রয়োগ করা হয়। কিন্তু স্লোগান দিতে অস্বীকৃতি জানায় সে। এরপর চারজন ব্যক্তি তার শরীরে আগুন ধরিয়ে দেয়। তাকে ভর্তি করা হয়েছে বারানসির কবির চাউরা হাসপাতালে।

সেখান থেকে সে ক্যামেরার সামনে বলেছে, আমি দুধারি ব্রিজের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। এ সময় চারজন ব্যক্তি আমাকে অপহরণ করে। তাদের দু’জন আমার হাত বেঁধে ফেলে। তৃতীয় জন আমার গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। এরপর তারা আমার গায়ে আগুন দিয়ে দৌড়ে পালায়।

বালকটি পরে জানায়, তাকে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। পুলিশ পুরো ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে দেখছে। তবে বারানসির একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ঘটনা সম্পর্কে অবহিত নন বলে জানিয়েছেন।

এমআই