ইসরাইলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত

ইসরাইলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বাহিনীর হামলায় চার ফিলিস্তিনি মারা গেছেন। শনিবার গাজা সীমান্তে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, নিহত ব্যক্তিরা রাইফেল, অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং হ্যান্ড বোমা নিয়ে সজ্জিত ছিল। অন্তত একটি ক্ষেপনাস্ত্র ইসরাইলি সেনাদের দিকে সেনাদের দিকে ছুঁড়ে মারা হয়। একজন সশস্ত্র ব্যক্তি সীমান্ত অতিক্রমের পর ইসরাইলি সেনারা গাজা সীমান্তে ঢুকে গুলি করে তাদের হত্যা করেছে।

হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের গাজা কর্তৃপক্ষ। গাজা অঞ্চল ফিলিস্তিনের ইসলামপন্থি দল হামাসের নিয়ন্ত্রনাধীনে। যারা তিন দশক ধরে দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। ইসরাইল ওই অঞ্চল থেকে ২০০৫ সালে সেনা প্রত্যাহার করে নিলেও অবরোধ অব্যাহত রেখেছে।

এমআই