৬৭ বছর পর শ্রীনগরের সচিবালয় ভবনে কাশ্মিরের বদলে ভারতের পতাকা

৬৭ বছর পর শ্রীনগরের সচিবালয় ভবনে কাশ্মিরের বদলে ভারতের পতাকা

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর রাজ্যটির সচিবালয় ভবন থেকে নামিয়ে ফেলা হয়েছে কাশ্মির রাজ্যের পতাকা। সেখানে এখন টাঙানো হয়েছে ভারতীয় তিন রঙের পতাকা।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, ৩৭০ ধারা বিলোপের পর এখন থেকে কাশ্মিরে ভারতের পতাকাই টাঙানো হবে। এখন থেকে সব সরকারি কার্যালয়ে এই আইন মেনে চলা হবে।

জানা গেছে, এখন পর্যন্ত সব সরকারি ভবন থেকে কাশ্মিরের পতাকা নামানো হয়নি। গত সপ্তাহে সচিবালয় ভবনে কেন্দ্র ও রাজ্যের পতাকা টাঙানো ছিল। জম্মু-কাশ্মির সরকারের একটি শীর্ষ সূত্র জানায়, ৩৭০ ধারা বিলোপের ধারাবাহিকতায় পতাকা নামানো হচ্ছে। ৩১ অক্টোবর থেকে রাজ্যকে দ্বিখণ্ড করার সাথে এর সম্পর্ক নেই।

আরেকটি শীর্ষ সূত্র জানায়, পার্লামেন্টের প্রবেশাধিকার দেয়া হয়েছে এবং সব সরকারি ভবনে জাতীয় পতাকা টাঙানো হবে।

এমজে/