লিবিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবি, ৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

লিবিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবি, ৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

লিবিয়া উপকূলে আবারও একটি অভিবাসীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ওই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এক শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার দূরে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর খোমস থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় জানিয়েছেন কোস্ট গার্ডের মুখপাত্র আইয়ুব গাসিম।

এছাড়া কমপক্ষে ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। তাদের বেশিরভাগই সুদানের নাগরিক। উদ্ধার হওয়াদের মধ্যে মিশর, মরক্কো এবং তিউনিশিয়ার লোকও আছে।

এমজে/