একমাস ব্যবধানে টেক্সাসে আবারও বন্দুক হামলা, নিহত ৫

একমাস ব্যবধানে টেক্সাসে আবারও বন্দুক হামলা, নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্বিচারে গুলিবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে। পুলিশ এ তথ্য জানিয়েছে।

শনিবার বিকেলে ওডেসা ও মিডল্যান্ড নগরীতে এই গুলিবর্ষণে জড়িত ছিল অন্তত একজন বন্দুকধারী। তিনি গাড়ি চালাতে চালাতে গুলিবর্ষণ করছিলেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কেন এই গুলিবর্ষণ সে কারণও জানা যায়নি।

এর মাত্র চার সপ্তাহ আগে টেক্সাসের এল পাসো নগরীতে এক বন্দুকধারীর হামলায় ২২ জন নিহত ও ২৪ জন আহত হয়েছিল।

পুলিশের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে তিন পুলিশও রয়েছেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় ১৫.০০টার ঠিক পরে টেক্সাস জননিরাপত্তা কর্মকর্তারা মিডল্যান্ড মহাসড়কে একটি গাড়ি থামায়। তখনই এর চালক ওই অফিসারদের লক্ষ্য করে গুলি করে। তারপর তিনি অন্যান্য অবস্থানে গুলি করেন।

পরে লোকটি তার গাড়িটি ফেলে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের একটি ভ্যান চুরি করে চলে যায়।

হামলাকারীরা এরপর ওডেসা নগরীর একটি সিনেমায় নির্বিচারে গুলিবর্ষণ করে।
সিনেমা হলের বাইরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হামলাকারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

এমজে/