আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের সাথে সংঘর্ষে নিহত ৩৯

আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের সাথে সংঘর্ষে নিহত ৩৯

আফগানিস্তানের কুন্দুজ শহরের একাধিক জায়গায় আফগান নিরাপত্তা বাহিনী এবং তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৬ জন তালেবান যোদ্ধা এবং তিনজন বেসামরিক নাগরিক। খবর ওয়াশিংটন পোস্ট'র।

স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত দেড়টা থেকে উত্তরাঞ্চলীয় শহরটির একাধিক জায়গায় হামলা শুরু করে তালেবান। তালেবান যোদ্ধাদের হামলার সঙ্গে সঙ্গেই পাল্টা হামলা শুরু করে দেয় আফগান নিরাপত্তা বাহিনী। এখনও সংঘর্ষ চলছে। এ পর্যন্ত ১০ তালেবান যোদ্ধা আহত হয়েছেন। এছাড়া ৩২ জন আত্মসমর্পণ করেছেন।

কুন্দুজ প্রদেশের আইনপ্রণেতা ফাতিমা আজিজ জানান, উভয় পক্ষের সংঘর্ষের ফলে শহরটির বিদ্যুৎ, পানি ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। কিছু বেসামরিক নাগরিক পাশের জেলাগুলোতে পালিয়ে যেতে সক্ষম হয়।

এমজে/