যুক্তরাষ্ট্রের বাহামায় ঘূর্ণিঝড় ‘ডোরিয়ানের’ তাণ্ডব, নিহত ৫

যুক্তরাষ্ট্রের বাহামায় ঘূর্ণিঝড় ‘ডোরিয়ানের’ তাণ্ডব, নিহত ৫

প্রবল শক্তি সঞ্চয় করে দানবীয় ঘূর্ণিঝড় ‘ডোরিয়ান’ আটলান্টিকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় আঘাত হেনেছে।

আটলান্টিকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী সামুদ্রিক এ ঝড়ে অ্যাবাকো দ্বীপপুঞ্জে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এ ছাড়া প্রায় ১৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

এক সংবাদ সম্মেলনে বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিন্নিস বলেন, আমরা এক ঐতিহাসিক ট্র্যাজেডির মধ্যে রয়েছি।

খবরে বলা হয়, মৃত্যুর খবর জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি প্রধানমন্ত্রী মিন্নিস।

মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) বলছে, ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ৫-এর। স্থানীয় সময় রোববার ১২টা ৪০ মিনিটে ঝড়টি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার গতিতে বাহামার অ্যাবাকো দ্বীপে আছড়ে পড়েছে।

‘ডোরিয়ান’কে এ বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় বলে ঘোষণা দিয়েছে মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র।

তবে আগে থেকেই সতর্কাবস্থানে থাকায় স্থানীয় অধিবাসীরা রক্ষা পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

এর আগে সিএনএন জানিয়েছিল, ঝড়টির গতিপথে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন। ঝড়ের তীব্র বাতাসের প্রভাবে ২৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

স্থানীয় কিছু বিমানবন্দরও বন্ধ করে দেয়া হয়েছে। যদিও প্রধান বিমানবন্দরটি এখনও চালু রয়েছে।

ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্তসহ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

এমজে/