কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই ভারত-পাকিস্তানের বৈঠক!

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই ভারত-পাকিস্তানের বৈঠক!

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যেও করতারপুর করিডোরে ভারত-পাকিস্তানের মধ্যে তৃতীয়দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার এ বৈঠকের বিষয়টি পজেটিভভাবেই দেখছে পাকিস্তান। এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন।

ভারতের আটারিতে অনুষ্ঠিত বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ড. ফয়সাল সাংবাদিকদের বলেন, এটি করতারপুর-কেন্দ্রিক সভা ছিল। করতারপুর করিডোর নিয়ে পাকিস্তান ৯০ শতাংস কাজ সম্পন্ন করেছে। যেটা নিয়ে দ্বন্দ্ব ছিল। করিডোরটি নভেম্বর থেকে খুলে দেয়া হবে। রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য জাননো হয়েছে।

তিনি বলেন, দুই তিনটি বিষয় ব্যতিক্রম ছিল। এ ছাড়া করিডোর নিয়ে বেশিরভাগ চুক্তির বিষয় কার্যকারিতা পেয়েছে।

এক প্রশ্নের উত্তরে ড. ফয়সাল জানান, তিনি আশা করেছিলেন করিডোর সংক্রান্ত সমস্যাগুলো সমাধান হতে পারে।

তিনি বলেন, আমরা অনেক নমনীয়তা দেখিয়েছি। আমরা আশা করেছি স্বল্প পরিসরে ভারত নমনীয় হলে কাজ সম্পন্ন হবে।

এ মাসে পাকিস্তান পরিকল্পনা করে ওই এলাকায় মিডিয়া সফরের আয়োজন করে সড়ক, ঢুকার জায়গা অন্যান্য বিষয়বস্তু দেখে বলে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ করেন।