মেহবুবা মুফতির সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন মেয়ে

মেহবুবা মুফতির সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন মেয়ে

অবশেষে মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ।

ভারতের সুপ্রিম কোর্ট তাকে বৃহস্পতিবার শ্রীনগর সফর ও তার মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছে। এ জন্য তিনি পছন্দমতো তারিখ বাছাই করতে পারবেন। এ ছাড়া রাজ্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শ্রীনগর ঘুরতে পারবেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

গত ৫ই আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল ঘোষণার আগেই মেহবুবা মুফতি ও আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে গৃহবন্দি করে ভারত সরকার। তারপর থেকে তাদের সঙ্গে কাউকে সাক্ষাত করতে দেয়া হয়নি। এ অবস্থায় মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন ইলতিজা জাভেদ।

তার এ আবেদনের শুনানি করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসএ বোডে এবং বিচারপতি এসএ নাজিরের বেঞ্চ। আবেদনে ইলতিজা বলেন, ভারতের সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার আগেই আটক করা হয় তার মাকে। তারপর থেকে মায়ের সঙ্গে তার কোনো সাক্ষাত নেই। এ অবস্থায় মা মেহবুবা মুফতির স্বাস্থ্য নিয়ে তিনি উদ্বিগ্ন।

এমজে/