ইসলায়েলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

ইসলায়েলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৭০ জন।

গতকাল শুক্রবার ফিলিস্তিনিদের বিক্ষোভ মধ্যে গুলি চালালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে ফিলিস্তিনিরা ৭৩তম বিক্ষোভ মিছিল করে। এ সময় সীমান্তের ওপার থেকে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায়। এক বছরেরও বেশি সময় ধরে প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা গাজা-ইসরাইল সীমান্তে বিক্ষোভ মিছিল করে আসছে।

২০১৮ সালের ৩০ মার্চ মাস থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীরা ইসরাইলবিরোধী বিক্ষোভ করে আসছে। তাঁরা ইসরায়েলের দখলে থাকা নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পাশাপাশি গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

গত প্রায় দেড় বছর ধরে চলা এই বিক্ষোভে ইসরাইলি সেনাদের হামলায় এ পর্যন্ত ৩২০ ফিলিস্তিনি নিহত এবং ৩১ হাজারেরও বেশি লোক আহত হন। আহতদের মধ্যে ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনির কোনো না কোনো অঙ্গহানি হয়েছে।

এমজে/