নিরাপদ পানির অভাবে উগান্ডায় কলেরার প্রকোপ

নিরাপদ পানির অভাবে উগান্ডায় কলেরার প্রকোপ

আফ্রিকার দেশ উগান্ডায় নিরাপদ পানির অভাবে কলেরার প্রকোপ দেখা দিয়েছে। গত তিন মাসে অন্তত ২৪১ জনের মধ্যে কলেরা রোগ ধরা পড়েছে এবং অন্তত ২ জন মারা গেছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মানবিক সহায়তা সংস্থা রিফিল ওয়েব শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে ৫টি জেলায় কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলাগুলো হলো- কেগেগওয়া, বুদুদা, কিসোরো, ইসিনজিরো ও বুসিয়া।

নিরাপদ পানি ও পয়নিষ্কাশন নিয়ে কাজ করা সংস্থা ওয়াটার ডট ওআরজি’র প্রকাশিত চলতি বছরের এক প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ৬১ শতাংশ নাগরিকের নিরাপদ পানি ব্যবহারের সুযোগ নেই। আর ৭৫ শতাংশ মানুষের নেই উন্নত স্যানিটেশন ব্যবহারের সুযোগ।

এমআই