ঘূর্ণিঝড় ডোরিয়ানে বাহামায় এখনো নিখোঁজ ১,৩০০

ঘূর্ণিঝড় ডোরিয়ানে বাহামায় এখনো নিখোঁজ ১,৩০০

দ্বীপরাষ্ট্র বাহামায় হারিকেন ডোরিয়ানের আঘাতের ঘটনায় এখনো প্রায় এক হাজার ৩০০ জন নিখোঁজ রয়েছে। এরআগে দুই হাজার ৫০০ জন নিখোঁজ থাকার কথা বলা হয়েছিল।

বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের নামের সঙ্গে নিখোঁজদের নাম মেলানোর পর এ সংখ্যা প্রকাশ করে বাহামার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা-এনইএমএ।

এদিকে ক্যাটাগরি ৫ এর শক্তিশালী এ হারিকেনের আঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাহামা কর্তৃপক্ষ।

তারা আরও জানায়, এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে আরও বাড়তে পারে। কেননা, এ ঘটনায় এখনো বহু লোক নিখোঁজ রয়েছে।

এদিকে সাবেক এক প্রধানমন্ত্রী বলেন, চূড়ান্তভাবে মৃতের সংখ্যা বেড়ে কয়েকশ’ জনে দাঁড়াতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

গত ২ সেপ্টেম্বর দেশটির ইতিহাসে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে বিধ্বস্ত হয় বাহামা। সর্বোচ্চ ক্যাটাগরি পাঁচের ওই হারিকেনের আঘাতে প্রায় ১৩ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত কিংবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট।

এমজে/