পাকিস্তানি গোলায় ৪ ভারতীয় সেনা নিহত

পাকিস্তানি গোলায় ৪ ভারতীয় সেনা নিহত

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ): আন্তঃসীমান্ত সংঘর্ষে কাশ্মীরে রবিবার সন্ধ্যায় এক কর্মকর্তাসহ চার ভারতীয় সেনা নিহত ও একজন আহত হয়েছেন।

রাজৌরি সেক্টরের উপকমিশনার শহীদ ইকবাল চৌধুরী বলেন, পাকিস্তানি বাহিনী জম্মু অঞ্চলে ভারতীয় সেনা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।-খবর আলজাজিরা অনলাইন।

তিনি বলেন, সীমান্তে বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। রবিবার পর্যন্ত এই গোলাগুলি হয়েছে। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের কারণে সীমান্তসংলগ্ন অধিকাংশ এলাকা আক্রান্ত হয়েছে। রাতেরবেলা বেসামরিক লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া কঠিন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

ইতিমধ্যে সীমান্তের কাছাকাছি স্কুলগুলো আগামী তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে পাকিস্তানের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

গত জানুয়ারিতে দুই দেশের মধ্যে একনাগারে তিন দিন গোলাবর্ষণে ছয় বেসামরিক নাগরিকসহ এক ডজনেরও বেশি লোক নিহত হন। ২০০৩ সালে অস্ত্রবিরতি চুক্তির পরও নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর নিয়মিত গোলাবিনিময় ঘটছে।

(জাস্ট নিউজ/ওটি/১০৫৩ঘ.)