ভারতের উপকূলে পাকিস্তানের নৌকা!

ভারতের উপকূলে পাকিস্তানের নৌকা!

ভারতের উপকূলের কাছে দুটি পাকিস্তানি নৌকা জব্দ করেছে বিএসএফ।

ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সূত্রটির দাবি, গুজরাট সীমান্তের কচ্ছ সংলগ্ন হারামি নালায় দুটি পাকিস্তানি নৌকা বিএসএফের হাতে ধরা পড়ে।

নৌকা দুটো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেখানে। এরপর তল্লাশি চালিয়ে নৌকা দুটি থেকে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি।

ভারত সীমান্তে পাক নৌকা পাওয়ার তথ্য নিয়ে তেমন আগ্রহ প্রকাশ করেননি আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।

তারা জানিয়েছেন, গুজরাট সংলগ্ন হারামি নালা এমন একটি স্থান যেখানে প্রায়ই পাকিস্তানের নৌকা এসে পড়ে। পাকিস্তানি মত্সজীবীরা মাছ ধরার খেয়াল থেকে সেই স্থানে এসে নৌকা হারিয়ে চলে যায়। ওই স্থানে পাক নৌকা হারানোর ঘটনা নতুন নয়।

তবে বিষয়টিকে হালকাভাবে নিতে রাজি নয় ভারত সরকার।

পাকিস্তান নিজের জঙ্গি লঞ্চপ্যাড তৈরি রেখে জলপথে হামলার ছক কষছে বলে দাবি জানাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।

এ বিষয়ে বারবার সতর্ক করে ভারতীয় গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে জানানো হয়েছে, জলপথ ব্যবহার করে গুজরাট ও রাজস্থান সীমান্ত দিয়ে পাকিস্তানি গুপ্তচর তথা জঙ্গিরা মরিয়াভাবে অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে। সূত্র: এনডিটিভি

এমজে/