সিরিয়ায় তুর্কি ‘অপারেশন পিস স্প্রিং’ অভিযানে নিহত ১০৯: এরদোগান

সিরিয়ায় তুর্কি ‘অপারেশন পিস স্প্রিং’ অভিযানে নিহত ১০৯: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান জানিয়েছেন, সিরিয়ায় ‘অপারেশন পিস স্প্রিং’ অভিযানে ১০৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার তিনি বলেন, বুধবার থেকে উত্তর সিরিয়ায় কুর্দিস্তান ওয়াকার্স পার্টির (পিকেকে) সদস্যদের বিরুদ্ধে এ অভিযান শুরু হয়েছে।

সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া এবং জঙ্গি গোষ্ঠী আইএসের হুমকি দূর করে তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের দেশে ফেরাতে একটি ‘নিরাপদ অঞ্চল’ গঠন করাই এর লক্ষ্য বলে জানান তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

এ ব্যাপারে তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্দিষ্ট কয়েকটি স্থান দখল করেছে। সীমান্ত এলাকার কেন্দ্রস্থলে তুমুল লড়াই চলছে এবং এতে অন্তত ৭ বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর দিয়েছে কুর্দি রেড ক্রিসেন্ট। লড়াই থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পরই কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর ওপর এ অভিযান শুরু করেছে তুরস্ক।

এমজে/