সিরিয়ায় তুরস্কের সেনা অভিযানে বাড়ি ছেড়েছে ১ লাখ মানুষ

সিরিয়ায় তুরস্কের সেনা অভিযানে বাড়ি ছেড়েছে ১ লাখ মানুষ

জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দিনিয়ন্ত্রিত এলাকায় তুরস্কের অভিযান শুরুর পর প্রায় ১ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। অনেক মানুষ হাসাকেহ ও তাল-তামের শহরের স্কুলসহ বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছেন।

তুর্কি আক্রমণ শুরুর পর এখনও পর্যন্ত ১১ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

তুরস্কের আক্রমণ এবং কুর্দি বাহিনীর পাল্টা জবাব দেয়ার মাঝেই সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট।

শুক্রবার সিরিয়ার কামিশলি শহরে ৬ জনের মৃত্যু ঘটানো আত্মঘাতী গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। তুরস্ক আশ্বাস দিয়েছে, হামলার সময় কুর্দিদের কাছে বন্দি থাকা আইএস সদস্য উদ্ধার হলে তাদেরকে জিম্মায় নেয়া হবে।

এমজে/