লেবাননে ছড়িয়ে পড়েছে দাবানল, নেভাতে সাহায্যের আবেদন

লেবাননে ছড়িয়ে পড়েছে দাবানল, নেভাতে সাহায্যের আবেদন

লেবাননের পশ্চিমাঞ্চলের শতাধিক বনে দাবানল ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটি আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে বিশ্ববাসীর কাছে সাহায্য চেয়েছে।

খবরে বলা হয়, সোমবার থেকে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। ধারণা করা হচ্ছে, লেবাননে এক যুগের ইতিহাসে এ দাবানল সবচেয়ে ভয়াবহ। আর বাতাস ও তাপদাহের কারণে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। তীব্র কালো ধোঁয়ায় ঢেকে গেছে বৈরুত ও সিডন শহরের আকাশ। এতে একজন স্বেচ্ছাসেবী দমকলকর্মী নিহত হয়েছেন বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী রায়া এল হাসান জানান, দাবানল নেভাতে দেশটির সরকার একাধিক দেশের কাছে সাহায্য চেয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে লেবাননের দমকল ও সেনাবাহিনী।

এমজে/