জাপানে চুরি হওয়া ডায়মন্ডের উদ্ধার অভিযান শুরু

জাপানে চুরি হওয়া ডায়মন্ডের উদ্ধার অভিযান শুরু

জাপান পুলিশ চুরি হওয়া ১৮ লাখ ডলারের বেশি মূল্যের একটি ডায়মন্ড উদ্ধারে শুক্রবার অভিযান শুরু করেছে।

টোকিওর উপকণ্ঠে জুয়েলারি ট্রেড শো থেকে এ দামি ডায়মন্ড নিখোঁজ হওয়ার পর তারা এ অভিযান শুরু করল। খবর এএফপির।

পুলিশের মুখপাত্র বলেন, ‘বৃহস্পতিবার চুরি হওয়া ডায়মন্ডটির মূল্য ২শ’ মিলিয়ন ইয়েন। আমাদের ধারণা প্রদর্শনী বাক্স থেকে এটি চুরি হয়।’

৫০ ক্যারেট মানের এ ডায়মন্ড জাপানের ইয়োকোহামা নগরীতে আয়োজিত তিন দিনের এক ট্রেড শোতে প্রদর্শন করা হচ্ছিল। সেখানে জাপান, রাশিয়া, চীন ও অন্যান্য দেশের কোম্পানি তাদের আকর্ষণীয় বিভিন্ন পণ্য প্রদর্শন করছিল।

জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে পরিবেশিত খবরে বলা হয়, এ চুরির ঘটনায় এক কর্মচারীকে ডেকে পাঠানো হলে তিনি জানান, ডায়মন্ডটির প্রদর্শনী বাক্স খোলা থাকায় সেটি চুরি হয়ে গেছে। ডায়মন্ডটি জাপানের একটি কোম্পানির ছিল।

এমজে/