ভয়ঙ্কর রূপ নিচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানল

ভয়ঙ্কর রূপ নিচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানল

ভয়ঙ্কর রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। ছড়িয়ে পড়েছে অঙ্গরাজ্যে। এখন পর্যন্ত আগুনে হতাহতের খবর মেলেনি। তবে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সোনোমা কাউন্টিসহ ৭টি শহরে জরুরিভিত্তিতে স্থানীয়দের বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। শুধু লস অ্যাঞ্জেলেস থেকেই অন্তত ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা।

জানা গেছে, ক্যালিফোর্নিয়ার দাবানলে আগুনে এরইমধ্যে পুড়েছে ১৬ হাজার একর জমি। শুষ্ক বাতাসে ঘণ্টায় ১১২ কিলোমিটার এলাকা পুড়িয়ে অঙ্গরাজ্যটির দক্ষিণদিকে এগিয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে স্বল্প আর্দ্রতা ও তীব্র বাতাসে ঘণ্টা না পেরোতেই আগুনে পুড়ে গেছে কয়েকশ মাইল জমির গাছপালা ও আঙুরের ফসলি জমি।

এদিকে, আগুন দক্ষিণের হেল্ডসবার্গের দিকে এগিয়ে যাওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। স্থানীয়দের কোনো অবস্থাতেই গাড়িতে চেপে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন উদ্ধারকর্মীরা। জরুরি সহায়তায় শহরটিতে প্রায় দেড় হাজার দমকলকর্মী কাজ করছেন।

এছাড়া আগুন না ছড়ালেও তাপ ছড়িয়ে পড়েছে সান ফ্রান্সিসকোর আশপাশের শহরগুলোতে। বাতাসে উড়ে আসা ছাইয়ের কণায় স্বাভাবিক অবস্থায় শ্বাস নিতেও কষ্ট হচ্ছে অনেকের। ধোঁয়ায় বাতাসে কমে গেছে অক্সিজেনের পরিমাণও। তাই হাসপাতাল ছাড়াও নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রগুলোতেও অক্সিজেন ট্যাঙ্কের যোগান দিতে বলা হয়েছে।

এমজে/