বাবরি মসজিদ মামলার রায় ঘিরে থমথমে অযোধ্যা

বাবরি মসজিদ মামলার রায় ঘিরে থমথমে অযোধ্যা

ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদ ইস্যুতে চলা মামলার রায় ঘোষণাকে সামনে রেখে থমথমে অযোধ্যা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ করছেন নগরীর বাসিন্দারা।

নিরাপত্তাহীনতায় অনেকেই পরিবারের নারী ও শিশু সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন অন্য কোথাও। বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন বাতিল বা ভেন্যু পরিবর্তন করে অযোধ্যার বাইরে যাচ্ছেন অনেকে।

জেলা প্রশাসন সূত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকাসহ স্পর্শকাতর সব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্প্রীতি রক্ষায় অযোধ্যা ইস্যুতে অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকতে মন্ত্রী ও নেতাদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেবতা রামের জন্মস্থান দাবিতে ১৯৯২ সালে হিন্দু উগ্রবাদীরা মসজিদটি ভেঙে দিলে ভয়াবহ দাঙ্গায় প্রাণ যায় দু’হাজার মানুষের।

এমজে/