গাজায় ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মঙ্গলবার এক দিনে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ কথা জানিয়েছে।

মঙ্গলবার ভোরে প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আত্তাকে সস্ত্রীক হত্যার মধ্য দিয়ে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।

সর্বশেষ উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ায় ইসরায়েলি গোলাবর্ষণে তিন ফিলিস্তিনি নিহত হন।

এদিকে এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, দেশটির সেনাবাহিনী গাজায় কমপক্ষে ২০বার বিমান হামলা এবং ১০বার গোলাবর্ষণ করেছে। আবাসিক ভবন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিভিন্ন স্থাপনা এবং কৃষি জমি এসব হামলার লক্ষ্যবস্তু ছিল।

অন্যদিকে ইসরায়েলি হামলার জবাবে রকেট হামলা চালিয়েছে ইসলামিক জিহাদের যোদ্ধারা। অবশ্য এসব রকেটের বেশির ভাগই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ইসরায়েলি সেনাবাহিনী।

গাজার প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলার কারণে সীমান্ত থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেত এ ঘোষণা দেন।

এমজে/