ক্যালিফোর্নিয়ায় স্কুল সহপাঠীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

ক্যালিফোর্নিয়ায় স্কুল সহপাঠীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারী সহপাঠীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং পাঁচজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ১৪ বছরের ছাত্র ও অপরজন ১৬ বছরের ছাত্রী।

সিএনএন জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৮ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্ল্যারিতার সাউগস মাধ্যমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় একটি হাসপাতাল।

নিরাপত্তাকর্মীরা স্থানীয়দের বিদ্যালয়ের কক্ষ থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ।

সিএনএন জানায়, হামলাকারী ১৬ বছর কিশোরের জন্মদিন ছিলো বৃহস্পতিবার। জন্মদিনের উৎসব করতে সহপাঠীরা একত্রিত হয়। এ সময় কিশোরটি তার ব্যাকপেক থেকে বন্দুক বের করে গুলি করতে থাকে। এতে দুই সহপাঠী নিহত হয় এবং আরও ৫ জন সহপাঠী মারাত্মকভাবে আহত হয়েছে। এসময় বন্দুকধারী নিজেকেও গুলি করে। আহত অবস্থায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, ১৬ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীর অবস্থা গুরুতর। সে নিজের জন্য বন্দুকের শেষ বুলেটটি ব্যবহার করে।

সন্দেহভাজন বন্দুকধারীর নাম নাথানিয়েল বারহো বলছে সিএনএন।

পুলিশ সন্দেহভাজনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে বলে জানিয়েছে।

“আমরা গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত করবো এবং সেখানে কি সমস্যা সৃষ্টি হয়েছিলো তা বের করবো”-বলছিলো পুলিশ।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আজ একটি হৃদবিদারক দিন।

তিনি অঙ্গীকার করে বলেন, আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এধরনের সহিংসতা বন্ধে অবশ্যই কাজ করবেন। সহিংসতা বন্ধ এবং আমাদের জনগণকে নিরাপদ না করা পযন্ত আমরা বিশ্রাম গ্রহণ করবো না।

এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প আইন শৃঙ্খলাবাহিনীকে সরাসরি নির্দেশ দিয়েছে বলেন জানান তিনি।

সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্কুলে বন্দুকধারীর হামলা হচ্ছে, যা উদ্বেগজনক।

এমজে/