ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রায় ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রায় ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর অঞ্চলটিতে সুনামী সতর্কতা জারি করা হয়েছে।দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশের উত্তরের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে সুনামি হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে তবে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, তেরনাতে উপকূলীয় শহর থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪৫ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা লোকজনকে বীচ থেকে দূরে অবস্থানের জন্য সতর্ক করেছে।

তেরনাতে এলাকায় ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। সে সময় ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা বাড়ি-ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে।

এমজে/