সিরিয়ায় সেনা ঘাঁটি নির্মাণ করছে তুরস্ক

সিরিয়ায় সেনা ঘাঁটি নির্মাণ করছে তুরস্ক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে একটি সামরিক ঘাঁটি নির্মাণের কাজ শুরু করেছে তুর্কি সেনাবাহিনী। বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র এক প্রতিবেদনে বলা হয়, হাসাকা প্রদেশের আল-আইন শহরের দক্ষিণ পাশে আল-হাওয়াস এলাকায় ঘাঁটি নির্মাণ করছে তুরস্ক।

ঘাঁটি নির্মাণের আগে তুর্কি সেনা এবং তাদের সিরিয়ান মিত্র গেরিলারা সেখানে আকস্মিক অভিযান চালিয়ে এলাকাটির দখল নেয়। সম্প্রতি সিরিয়ার ওই অঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তুরস্ক।

গত ৯ অক্টোবর শুরু হওয়া সেই অভিযানের এক মাস পর এরদোগান নেতৃত্বাধীন তুর্কি সেখানে ঘাঁটি নির্মাণের পদক্ষেপ নিল।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার জানিয়েছে, তুরস্কের সেনা উপস্থিতির বিরুদ্ধে সিরিয়ার উত্তরাঞ্চলের বেসামরিক লোকজন বিক্ষোভ শুরু করলে তাদের ওপর তুর্কি সেনারা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। এএফপি।