সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৮

সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৮

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি হিসেবে পরিচিত ইদলিব প্রদেশে শনিবার এই হামলা হয়েছে।

গত সপ্তাহ থেকে ইদলিবে হামলার ঘটনা বেড়েই চলেছে। উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো থেকে রাজধানী দামেস্ক পর্যন্ত মহাসড়কটি সুরক্ষিত করতেই ইদলিবের উত্তরে ব্যাপক হামলা শুরু করে দেশটির সরকারি ও তাদের মিত্র রুশ বাহিনীর সেনারা। সেটি সিরিয়ার সবচেয়ে বড় মহাসড়ক এবং একসময় এটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

সিরিয়ান সিভিল ডিফেন্স হিসেবে পরিচিত দেশটির অন্যতম দাতব্য সংস্থা ‘দ্য হোয়াইট হেলমেটস’ বলেছে শনিবার ইদলিবের ওই বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। তবে দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিহতের সংখ্যা ২০ বলে জানিয়েছে।

এমজে/