নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট

নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট

নাগরিকত্ব সংশোধন আইনকে চ্যালেঞ্জ করে দাখিল করা ৬০টি আবেদনের জবাবে এই আইনে ‘স্টে অর্ডার’ দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট। আইনটির সাংবিধানিক বৈধতার জবাব চেয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়ে নোটিশ দিয়েছে আদালত।

বুধবার সকালে ভারতের প্রধান বিচারপতি এসএ বোবড়ের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ এই আপিলের সংক্ষিপ্ত শুনানি করেন।

এ সময়ে আদালত বলেন, ‘আইনটি স্টে করা হবে কিনা আমরা তা যাচাই করে দেখবো’। এই বেঞ্চে আরো আছেন বিচারপতি বিআর গাভাই, সুরাইয়া কান্ত। বেঞ্চ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ২২ শে জানুয়ারি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এবং বিবিসি। বিবিসি লিখেছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম নির্যাতিতদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার জন্য এই আইন করা হয়েছে।

ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার বলছে, নির্যাতিত মানুষদের সুরক্ষা দেয়ার জন্য এই আইন। কিন্তু সমালোচকরা বলছেন, ভারতের ২০ কোটির বেশি মুসলিমকে একপেশে করে ফেলার জন্য এটা হলো হিন্দু জাতীয়তাবাদের অংশ।

এমজে/