সিএএ বিরোধিতায় বিক্ষোভ, আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

সিএএ বিরোধিতায় বিক্ষোভ, আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

বেঙ্গালুরুতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। টাউন হলের বিক্ষোভে শামিল হয়েছিলেন তিনি। কিন্তু বুধবার সন্ধা থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশানস। বড় জমায়েতের উপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা।

আটক হওয়ার পর রামচন্দ্র গুহ বলেন, 'হাতে গান্ধীর পোস্টার নেওয়ার জন্য ও সংবাদমাধ্যমকে সংবিধানের বিষয়ে বলার জন্য আমাকে আটক করা হল।' বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে টেনে পুলিশের গাড়িতে তোলা হয়। প্রায় ৩০ জনকে এ দিন পুলিশ আটক করেছে।

দেশের বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখানোর কর্মসুচি নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি এই আইন মুসলিমবিরোধী ও সংবিধানের পরিপন্থী।

শহরের বিভিন্ন প্রান্তে নিষেধাজ্ঞা জারি করার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনি বলেছেন, 'CAA বিরোধী বিক্ষোভের পেছনে রয়েছে কংগ্রেস। মুসলিমদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব। সবাইকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি। কংগ্রেস যদি বিক্ষোভে অংশ নেওয়া বন্ধ না-করে, তাহলে তার ফল ভোগ করতে হবে তাদের।'

এমজে/