ভারত মহাসাগরে ইরান-চীন-রাশিয়ার যৌথ মহড়া

ভারত মহাসাগরে ইরান-চীন-রাশিয়ার যৌথ মহড়া

ভারত মহাসাগর এবং ওমান সাগরে ইরান, চীন এবং রাশিয়া যৌথ মহড়া চালিয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর শনিবার এই প্রথম তিন দেশ এ ধরনের নৌ মহড়া চালাচ্ছে।

ভারত মহাসাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরের গুরুত্বপূর্ণ পানিসীমায় আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা রক্ষা, জলদস্যুতা এবং সামুদ্রিক সন্ত্রাসবাদ মোকাবেলার লক্ষ্য নিয়ে শুক্রবার থেকে মহড়া শুরু হয়েছে এবং সোমবার পর্যন্ত তা অনুষ্ঠিত হবে।

যৌথ মহড়ায় তিন দেশই তাদের উন্নত যুদ্ধজাহাজ পাঠিয়েছে। মহড়া অংশ নেয়া ইরানি বহরের প্রধান রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা তাহানি জানিয়েছেন, ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে চালানো হচ্ছে এ মহড়া এবং নানা ধরনের ট্যাকটিক্যাল অনুশীলন করা হচ্ছে। সূত্র: মস্কো টাইমস।

এমজে/